আজ, বৃহস্পতিবার


২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সেনবাগ পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মুসার বদলী আদেশ প্রত্যাহারে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

বুধবার, ১৯ মার্চ ২০২৫
সেনবাগ পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মুসার বদলী আদেশ প্রত্যাহারে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুসার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকরা। আজ ১৮ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও থানার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মুসা স্যার দীর্ঘ ২৬ বছর ধরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন এবং ছয় বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। সম্প্রতি তাকে বান্দরবান জেলার থানচি উপজেলায় বদলি করা হয়েছে, যা শিক্ষার্থীদের মতে ষড়যন্ত্রমূলক এবং অন্যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “মুসা স্যার একজন অভিজ্ঞ ও আদর্শ শিক্ষক। তার বদলি শুধু আমাদের জন্য নয়, পুরো বিদ্যালয়ের জন্যই ক্ষতিকর। একজন বয়স্ক শিক্ষককে এই সময়ে দূরবর্তী স্থানে বদলি করা অমানবিক সিদ্ধান্ত।

পরে মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এবং অবিলম্বে বদলি আদেশ বাতিলের দাবি জানান।

স্থানীয়দের মতে, মুসা স্যারের মতো একজন নিষ্ঠাবান শিক্ষককে এভাবে বদলি করা শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে সঠিক ও ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com