মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা সংবাদদাতা:
সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ১৩ রমজান, শুক্রবার বিকেলে ১৯৮৬ ব্যাচ থেকে শুরু করে বর্তমান ২০২৫ ব্যাচ পর্যন্ত প্রায় ৪৫০ শিক্ষার্থীর মিলন মেলায় পরিনত হয়েছে। এ সময় ২০০৫ সালের প্রাক্তন সিনিয়র শিক্ষকদের মধ্যে ধীরেন্দ্র কুমার আচার্য্য, প্রিয় রঞ্জন আচার্য্য এবং কর্মরত প্রধান শিক্ষক রাহাতে মোসাঃফেরদৌস জান্নাত, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুসা, সহকারী শিক্ষক আবুল কালাম উপস্থিত ছিলেন। ২০০৫ ব্যাচের প্রাক্তন ছাত্র মোজ্জাম্মেল হক ও আজগর আলী শিবলুর পরিচালনায় এবং প্রাক্তন ছাত্র হাফিজুর রহমান রাজিবের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সেনবাগ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হযরত আলী। আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক – শিক্ষিকাদেরকে সম্মাননা ম্মারক এবং মরনোত্তর সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। ইফতারের পূর্বাহ্নে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন- সেনবাগ জামিয়া ইব্রাহিমীয়া মাদরাসার প্রধান মুহতামিম হযরত মাওলানা রহিম উল্যাহ্ বশিরী।
Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta