আজ, বৃহস্পতিবার


২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সেনবাগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
সেনবাগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা সংবাদদাতা:
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যদ্রব্যের গুণগত মান নিশ্চিতকরণ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ন্যায্য মূল্য বজায় রাখার লক্ষ্যে সোমবার দুপুরে সেনবাগ পৌর শহর ও সেবারহাট বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। এছাড়া ভেজাল বিরোধী এ অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে নোংরা পরিবেশ, পচা-বাসি খাবার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি একজন ব্যবসায়ীকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ২৯ ও ৪০ ধারায়, সেনবাগ ভোজন বিলাস রেস্টুরেন্টের ৩০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ১৫ দিনের জেল), ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ,তাজ নাহার হোটেলের গুনতে হয় ৫ হাজার টাকা জরিমানা, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮,৪৩,৪৬ ধারায় সেবারহাট মুসলিম হোটেলের ২৫ হাজার টাকা জরিমানা এবং মালিককে ৩ দিনের জেল দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জানিয়েছেন, সেনবাগ উপজেলায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরনের ভেজাল বিরোধী অভিযানের ফলে সেনবাগের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি পরিলক্ষিত হয়েছে। সাধারণ মানুষজন প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে ও যেন এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকে এমন অভিমত প্রকাশ করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com