
মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা সংবাদদাতা:
সেনবাগে পৌর যুব ক্লাব কর্তৃক আয়োজিত সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ পৌর যুব ক্লাবের উপদেষ্টা আলাউদ্দিন এবং এম.আবদুল আজীমের সঞ্চালনায় ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ সাইয়্যেদ আহমদ। সেনবাগ পৌর যুব বিভাগের উপদেষ্টা মাওলানা ইয়াসিন মিয়াজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হুদা মিলন, ৪ নং কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গোলাম হোসেন শাহীন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং মিডিয়া ব্যক্তিত্ব জিয়া উদ্দিন, উপজেলা জামায়াতের নেতা হারুন অর রশিদ সহ অনেকে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় পৌর সভার ৭ নং ওয়ার্ডকে পরাজিত করে ৮ নং ওয়ার্ড জয়লাভ করে।
অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত শর্ট পিচ ক্রিকেটের ফাইনাল খেলাটি সম্পন্ন হয়েছে।