মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা সংবাদদাতা:
সেনবাগের গাজীরহাট উচ্চ বিদ্যালয়ে ৫৪ তম বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক পুরস্কার বিতরণী এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি রবিউল হোসেন সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ও জয়নুল আবেদীন ফারুক ফাউন্ডেশনের সভাপতি, মিয়া মোহাম্মদ ইলিয়াস। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর হোসেন মীরুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি,সেনবাগ শাখার আহবায়ক মনিরুল ইসলাম, সহকারী অ্যার্টনি জেনারেল এবং নলুয়া উচ্চ বিদ্যালয় সভাপতি এ্যাড,খোরশেদ আলম সেলিম, ৩ নং ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, দাতা ওয়ারিশ আবুল কালাম আজাদ, হাজ্বী আবদুল কাদের, আনোয়ার হোসেন ভুইয়া(নেতা),সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হানিফ, ৩ নং ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সুফিয়া আক্তার মনি,বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য জসিম উদ্দিন,মটুবী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু বকর, ডমুরুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকরাম হোসেন, লক্ষীপুর দারুল কোরআন মাদ্রাসার প্রধান মাওলানা আবদুল হালিম, বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম সহ প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন সহ বিদ্যালয়ের মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় অভিভাবকবৃন্দ সহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলে বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নে একযোগে কাজ করবেন বলে অভিমত প্রকাশ করেন।
আয়োজিত অনুষ্ঠানের সভাপতি মোঃ রবিউল হোসেন সুজন সমাপনী বক্তব্য রাখেন এবং বিদ্যালয়টির লেখাপড়ার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে নৈপুণ্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
Posted ৪:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta