মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা সংবাদদাতা:
সেনবাগের ২ নং কেশারপাড়ের মধ্যম পাড়া ঈদগাহ ময়দানে সোমবার বাদ আসর পর থেকে অলীয়ে কামেল হযরত শাহ সুফি হোসেন আলী দরবেশ (রহঃ) এর ঈসালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-পীরজাদা হযরত মাওলানা কুমিল্লা বাগিচা বাড়ি দরবার শরীফ পীর সাহেব সাইফুল ইসলাম আল কাদেরী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন-কানকিরহাট ফাজিল মাদ্রাসা শিক্ষক,হযরত মাওলানা বেলায়েত হোসেন,কেশারপাড় ছাওয়াল পুরী (রহঃ)জামে মসজিদের খতিব, হযরত মাওলানা শাহ নেওয়াজ বিপ্লবী সহ প্রমুখ।
আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন-২ নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহীম খলীল চৌধুরী।
এ সময় কুরআন এবং হাদিসের আলোচনা,খতমে কুরআন, হামদ- নাতে রাসূল(সাঃ), জিকির ও মিলাদ মাহফিল,শাহ সূফী হোসেন আলী দরবেশ (রহঃ)এর কর্ম ও জীবন দর্শন আলোচনা,আখেরী মোনাজাত, তাবারুক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
Posted ৩:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta