মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা সংবাদদাতা:
সেনবাগের গাজীরহাট পূর্ব বাজারে সম্পুর্ণ নতুন উদ্যমে দারুচিনি কাবাব হাউজ এন্ড চাইনিজ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কাবাব হাউজ এন্ড চাইনিজ রেস্টুরেন্টেটি সবুজ,মারুফ ও জিসানের যৌথ সমন্বয়ে পরিচালিত হবে। কাবাব হাউজ চাইনিজ এন্ড রেস্টুরেন্টে ভালো মানের কাবাব, শিক কাবাব, চিকেন তান্দুরি,চিকেন রেশমি কাবাব মাসালা,কালাভুনা,স্পেশাল কাবাব, ইন্ডিয়ান নানা ধরনের আইটেম- প্লেন নানা বাটার নান,গার্লিক নানা, কাশ্মীরি নানা, স্পেশাল নান,ফিশ আইটেম- রুপচাঁদা বার্ভিকিউ, কোরাল বার্ভিকিউ অক্টোপাস, স্কুইড,চাইনিজ আইটেম- মিক্স প্রাইড রাইস,মাসালা প্রাইড রাইস,ভেজিটেবল আইটেম- চাইনিজ ভেজেটেবল, মিক্স ভেজিটেবল, চিকেন ভেজিটেবল সহ দেশী শতাধিক উন্নত মানের খাবার সামগ্রী পরিবেশন করা হবে মর্মে পরিচালকেরা অভিমত প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন-৩ নং ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস, ডুমুরুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, এডভোকেট শাখাওয়াত হোসেন লিটন, মাষ্টার মীর হোসেন মীরু, ইউডিসি উদ্যোক্তা মোহাম্মদ সোলাইমান সহ প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন- মাওলানা মুফতি নাছির উদ্দীন ফয়েজী।
কাবাব হাউজটি যাতে সুন্দর ও পরিচ্ছন্নভাবে পরিচালনা করতে পারেন সেজন্যে পরিচালকেরা এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta