মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা সংবাদদাতা:
সেনবাগের কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতিকে শিক্ষক পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাথের সভাপতিত্বে সকল শিক্ষকের উপস্থিতিতে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি এডভোকেট মুহাম্মদ সামছুদ্দিন হায়দার অত্র বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের ছাত্র ছিলেন। ঢাকা সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট বিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।পরবর্তীতে লন্ডন থেকে আইন বিষয়ে এলএলবি ডিগ্রি লাভ করেন এবং লন্ডনের Anglia Ruskin university থেকে MA সম্পন্ন করেন বর্তমানে তিনি ঢাকা মহা নগর দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উনার স্কুলের পুরনো স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের সকল শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতা নিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করে যাবেন। অভিভাবক সদস্য মো: হানিফ এসময় সভাপতির আলোচনার সাথে একমত পোষণ করেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সভাপতি মোঃ কামাল উদ্দিন সাবেক বিরোধী দলীয় চীপ হুইপ জয়নুল আবেদীন ফারুক সাহেব সহ বিদ্যালয় কমিটির সভাপতি মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।
Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta