আজ, বৃহস্পতিবার


২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সেনবাগের বাতাকান্দি স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা অনুষ্ঠিত

রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
সেনবাগের বাতাকান্দি স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা প্রতিনিধি:

সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি, এস এফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর জেষ্ঠ্য কন্যা সৈয়দা শারমিন আক্তারের সংবর্ধনা ও কমিটির পরিচিতি সভা রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বিরোধী দলীয় চীপ হুইপ জয়নাল আবেদীন ফারুক এর জেষ্ঠ্য কন্যা তামান্না ফারুক থীমা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পেস সলিউশনের চীফ এক্সিকিউটিভ অফিসার মেজর খোন্দকার মো. সাজ্জাদুল ইসলাম (অবঃ), সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার ফাহমিদা আখতার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা আমির মাওলানা ইয়াছিন করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আগত অতিথিবৃন্দ নবনির্বাচিত সভাপতি সৈয়দা শারমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির পড়ালেখার মানোন্নয়ন সহ শিক্ষার সুন্দর পরিবেশ এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় দর্শক সারিতে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ ও তার সহধর্মিণী সৈয়দা সাজেদা শেলী। অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত সংবর্ধনা ও পরিচিতি সভাটি বাস্তবায়ন করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com