মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা প্রতিনিধি:
সেনবাগের জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক (অবঃ) মরহুম মমতাজ উদ্দিন স্যার এবং প্রয়াত সকল শিক্ষকদের স্বরণে অ্যালামনাই অ্যাসোশিয়েশনের উদ্যোগে মঙ্গলবার বিদ্যালয়ের হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মানিক এর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মাওলানা হেদায়েত উল্যাহ আনোয়ারীর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভাটি বাস্তবায়ন করা হয়েছে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জয়নগর উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান মোহন। এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সদস্য, শিক্ষক মন্ডলী, অ্যালামনাই পরিষদ সদস্য এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, আলোচকবৃন্দ প্রয়াত শিক্ষকদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং মহান আল্লাহর দরবারে উনাদের পরকালীন নাজাতের জন্য সবাই দোয়া করেন।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta