আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
সেনবাগ উপজেলায় সদ্য অবসর গ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে বুধবার দুপুরে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মাষ্টার নুর হোসেন সুমনের পরিচালনায় এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও খাজুরিয়া সপ্রাবির প্রধান শিক্ষক কামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ। অবসর গ্রহণকারী শিক্ষকদের মধ্যে ছিলেন- জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক, ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. ইলিয়াস, প্রধান শিক্ষক, বীজবাগ সৈয়দ সুফি সরকারি প্রাথমিক বিদ্যালয়,আফরোজা ইয়াসমিন, প্রধান শিক্ষক, পূর্ব মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পলি সাহা, প্রধান শিক্ষক, রাজারামপুর সিরাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহিমা খাতুন, সহকারী প্রধান শিক্ষক, ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,স্নেহেন্দু বিকাশ রায়, সহকারী শিক্ষক, মগুয়া এম এ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এছাড়া, প্রয়াত তিনজন শিক্ষককেও অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়: নিজাম উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষক, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আবদুল আউয়াল, প্রধান শিক্ষক, ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুহুল আমিন, সহকারী শিক্ষক, কেশারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এ শিক্ষকদের দীর্ঘ কর্মজীবন শিক্ষার আলো ছড়িয়ে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের অবদান চিরস্মরণীয় থাকবে। প্রয়াত শিক্ষকদের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com