আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
চট্টগ্রামে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁবাজির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। (২০ জানুয়ারি) বিকেলে পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে নগরীর কোতোয়ালি থানার লালদীঘি এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং একটি নষ্ট ওয়াকিটকি জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- নগরীর পাহাড়তলী থানার খুলশী সেগুন বাগান এলাকার গোলাম রসুলের ছেলে মো. জুম্মান এবং একই এলাকার মো. আসলামের ছেলে মো. ফিরোজ (২০)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর লালদীঘি এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন সময়ে ডিবি পুলিশ, প্রশাসনের লোক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের চাঁদাবাজি করে আসছিল। আটকের পর এক ভুক্তভোগীর মামলায় তাদের গ্রেফতার দেখানো হয় বলেও জানান ওসি আবদুল করিম।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com