মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
সম্পুর্ণ অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন ” সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা” এর উদ্যোগে পৌর এলাকার (দুইশত) শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শনিবার সকাল ১০ টায় উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক রেমিট্যান্স যোদ্ধা, সৌদি প্রবাসী মহিউদ্দিন মহিন ও সংস্থাটির অন্যান্য প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতায় ও সমাজসেবক শহিদুল্যাহ মিন্টুর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা শাখার নায়েবে আমির,হযরত মাওলানা আবদুল মালেক, উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর সাধারণ সম্পাদক,সেচ্চসেবী-সমাজ কর্মী আলাউদ্দিন আলো,প্রবাসী কল্যান সংস্থার পরিচালক – সেচ্ছাসেবক মোজাম্মেল হোসেন, পরিচালক ও সেচ্ছাসেবক রফিকুল ইসলাম রবি, পরিচালক সাংবাদিক নুর হোসেন সুমন, পরিচালক সাংবাদিক মো: হারুন, পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান হারুন, পরিচালক ওমর ফারুক, পরিচালক বাবলু মিয়া সহ প্রমুখ। উল্লেখ্য যে,সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা দীর্ঘদিন যাবত সেনবাগের বিভিন্ন সামাজিক উন্নয়ন,হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা সহ বহু সমাজ সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন।
Posted ৩:১০ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta