মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
সেনবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ‘ভলান্টিয়ার ফর সেনবাগ’ শীত বস্ত্র বিতরণ কর্মসূচি ও নতুন কমিটির পরিচিতি সভা আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভলান্টিয়ার ফর সেনবাগ-এর উদ্যােক্তা মোঃ ফখরুল ইসলাম টিপু। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন- নব নির্বাচিত সভাপতি মনির আহমেদ জুলেট।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন – বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মিশু, ভলান্টিয়ার ফর সেনবাগ এর নতুন কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফাহিম।
উপস্থিত ছিলেন, সদস্য মোহাম্মদ উল্ল্যাহ জহির, শহীদ, কাউসার, মো: শামসুল ইসলাম টিপু, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আবদুস সাত্তার, মোহাম্মদ মিজানুর রহমান,আবু শাকের সুমন, মোহাম্মদ আলমগীর মির্জা,মোশারফ হোসেন ও জীবন সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সেনবাগ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১০০ কম্বল দুস্থ,অসহায়,শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ভলান্টিয়ার ফর সেনবাগ এর উদ্যোগে ইতিপূর্বে ও বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে।
Posted ৩:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta