
বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী পৌরসভা ১নং ওয়ার্ডের হংসপুকুর পাড় ছমদিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১৩ ই জানুয়ারি রাতে মসজিদ প্রাঙ্গণে আলহাজ্ব ইউসূফ সামাদের সভাপতিত্বে দ্বি বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব ইউসূফ সামাদকে সভাপতি, মোহাম্মদ ফরিদ,খালেদ,খোরশেদ আলম,মনচুর আলমকে সহ সভাপতি, মোহাম্মদ রফিককে সাধারণ সম্পাদক, নিজাম উদ্দিনকে সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অর্থ সম্পাদক, জাগের হোসেন,জফুর আলম,নুর উদ্দিন আল ক্বাদেরি, মোস্তফা হামিদ,মোরশেদ আলমকে কার্যনির্বাহী সদস্যকরে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।