আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের স্বার্থে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে: উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার

রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
দেশের স্বার্থে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে: উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার
সংবাদটি শেয়ার করুন....
মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি:
সীমান্ত নিরাপত্তা জোরদার করতে পঞ্চগড়ের তেতুলিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নবনির্মিত সীমান্ত ফাঁড়ি (বিওপি) উদ্বোধন করা হয়েছে। ১১ জানুয়ারি (শনিবার) তেতুলিয়ার কাশিমগঞ্জ বিওপি’র উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা। এসময় বিজিবি সদস্যদের গার্ড অব অনার গ্রহণ শেষে উদ্বোধনী ফলক উন্মোচন করে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের স্বার্থে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ ও চোরাচালানসহ সবধরনের সীমান্ত অপরাধ দমনে কাজ করতে হবে।’
এরপর কাশিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১৮ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।
পরবর্তীতে বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তের জিরো লাইনে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দুই দেশের সীমান্ত রক্ষীদের মনোমুগ্ধকর প্যারেড অনুষ্ঠিত হয়। এসএমএস বিএসএফ’র শিলিগুড়ি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী সুরিয়া কান্ত শর্মাসহ ঊর্ধ্বতন অফিসার ও জোয়ান উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com