আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত

রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর জেলা শহর মাইজদীর হকার্স ও নূপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। (১১ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ব্যবসায়ীরা জানান, গণপূর্ত ভবনের সামনে হকার্স মার্কেটের দক্ষিণ মাথায় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলার বিভিন্ন স্থানের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাত সাড়ে ১১টা থেকে পৌনে পাঁচ ঘণ্টা চেষ্টা করে রাত সোয়া চারটায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুনে ১২টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তদন্ত করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। আশপাশে পানির সংকুলান না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

হকার্স মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, এটি পূর্বপরিকল্পিত। কারণ একটি পক্ষ দীর্ঘদিন থেকে হকার্স মার্কেটের ব্যবসায়ীদের তুলে দিয়ে ডেভেলপার দিয়ে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করে আসছে। ব্যবসায়ীরা দোকান ছেড়ে কোথাও যেতে রাজি হচ্ছে না। তবে এ বিষয়ে জানতে হকার্স মার্কেটের সভাপতি একরমুল হক ডিপ্টিকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসি) মেহরাব হোসেন বলেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১২ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com