নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার তিতাসে রেশমা আক্তার (২০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। রেশমা আক্তার কলাকান্দি গ্রামের ব্যবসায়ী আবুল কালামের স্ত্রী এবং পার্শ্ববর্তী মুরাদনগরের পালাসুতা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তার পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।নিহত রেশমার বোন শারমিন আক্তার বলেন, রেশমার স্বামী প্রায়ই তার বোনকে যৌতুকের জন্য চাপ দিত। গত সাত-আট মাস আগে কলাকান্দি বাজারে বিল্ডিং করবে বলে তাদের কাছে টাকা চায়। তখন শারমিন ব্র্যাক ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ তুলে দেন। তারপরও গত কয়েক দিন ধরে নেকলেসের জন্য বোনকে চাপ দিয়ে আসছিল।নেকলেসের জন্য রেশমাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই অভিযোগ এনেছেন রেশমার মা শিরিনা বেগম। মেয়ে হত্যার বিচার চেয়েছেন তিনি। তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশকে খবর না দিয়ে নিজেরাই রেশমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। নিহত রেশমার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Posted ৫:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta