মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ পৌরসভা শাখার কর্মী সম্মেলন শনিবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াতের সেক্রেটারি আলা উদ্দিনের সঞ্চালনা এবং পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিনুল করিম, সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক। এ সময় বক্তব্য রাখেন- সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির মো: হানিফ মোল্লা, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর সহ- সেক্রেটারী মাওলানা মো: নুরুল হুদা মিলন, ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতের আমির গোলাম হোসেন শাহিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম, ইসলামি ছাত্র শিবিরের সেনবাগ উপজেলা সভাপতি আবু বকর ছিদ্দিক সুজন, সাবেক কাউন্সিলর ফজলুল হক, জামায়াত নেতা হাজী বেলাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাজী নজির আহম্মদ সহ প্রমুখ। । এ সময় সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল আবছার, সহ সেক্রেটারী মাওলানা মো: হানিফ, ৫নং অর্জুনতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মাজেদ, ৬নং কাবিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু শাকের,সেবারহাট বাজােরর বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের, মাওলানা দ্বীন মোহাম্মদ সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সেনবাগ উপজেলা,পৌর ও ইউনিয়ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে এই ধরনের বিশাল কর্মী সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও প্রাণ চাঞ্চল্য লক্ষ করা গেছে।
Posted ৬:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta