আজ, শনিবার


২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বৃহত্তর চকরিয়া উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন 

শনিবার, ০২ নভেম্বর ২০২৪
বৃহত্তর চকরিয়া উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন 
সংবাদটি শেয়ার করুন....
জুলফিকার বিন হোসাইন,  স্টাফ রিপোর্টার কক্সবাজার:  দীর্ঘ প্রায় দেড়যোগ পর খোলা মাঠে কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহত্তর চকরিয়া উপজেলা । শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন বিশাল সমাবেশে রূপ নেয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান । এসময় তিনি বলেন, শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত, শ্রমিকরা দুমুঠো ডাল-ভাত খেয়ে শান্তিতে থাকতে চায়।  বাংলাদেশের সাধারণ মানুষ বিলাসি নয়,এদেশের রাজনৈতিক ব্যাক্তিরা উচ্চাবিলাসী। তাদের কোটি টাকার সম্পদ থাকলেও বিদেশে গিয়ে বাড়ি করতে হয়।আমরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই এবং জনগণ জামায়াতে ইসলামীকে সেই সাজানোর দায়িত্ব দিতে চায় । তিনি আরো বলেন, শেখ মুজিবের সাড়ে তিন বছরের রাজত্বে দেশের সকল গণমাধ্যম বন্ধ, রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে দেশে দূর্ভিক্ত এনেছিল । আর শেখ হাসিনা টানা সাড়ে পনের বছরের শাসনে দেশে জোর যার মুল্লুক তার নীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একের পর এক গণহত্যা সংঘটিত করেছিল । শেখ মুজিবের চেয়ে শেখ হাসিনা বিশ গুন অপরাধ বেশি করেছে । বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ও দুঃশাসন ফিরিয়ে আনার জন্য তাদের প্রচারকৃত টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করেছে,কোটি কোটি টাকা খরচ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায়তারা করছে । শেখ হাসিনা যে অপরাধ করেছে তার জন্য তাকে ফাঁসির মঞ্চ ছাড়া কোথাও জায়গা দেয়া যায় না । তার জন্য ফাঁসির কাষ্ঠে স্বাগত জানাই। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীকে কেউ স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে প্রমাণ করতে পারেনি, বরং উল্টো স্বৈরাচার হাসিনা ও তার দল আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী শক্তি প্রমাণিত হয়েছে । যে কারণে শেখ হাসিনাসহ তাদের অন্তত তিন শতাধিক এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে । প্রাকৃতিক সম্পদশালী বাংলাদেশকে ইসলাম বিরোধী ও আওয়ামী লীগ ধ্বংস করেছে । তারা সালমান এফ রহমান নামে দরবেশ বাবার মাধ্যমে দেশের অধিকাংশ ব্যাংককে দেউলিয়া করেছে । তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান হলো অধ্যাপক গোলাম আজম । দুই লাখ কোটি টাকা শেখ হাসিনা নিজেই বিভিন্ন দেশে প্রাচার করেছে । চট্টগ্রামের মামা-ভাগিনা এস আলমের মাসুদ ও আক্তারুজ্জামান বাবুরা ব্যাংক ডাকাতি শিখিয়েছে । বাংলাদেশ থেকে প্রাচারকৃত টাকা গুলো যদি ফেরত আনতে পারলে অন্তত চার বছরের বাজেটের সমান টাকা হবে । কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক, জেলা সহকারী সেক্রেটারী জাহেদুল ইসলাম, জেলা যুব ও ক্রিড়া সম্পাদক হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব। চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা কুতুবউদ্দিন হেলালির পরিচালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভার আমীর আরিফুল কবির, উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর ছাবের আহমেদ ফারুকী, উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, মাতামুহুরি সাংগঠনিক থানা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম, মাতামুহুরি থানার সেক্রেটারী হোসনে মোবারক, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। সহ প্রমূখ।
Facebook Comments Box
advertisement

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com