
মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি,মাদ্রাসা শিক্ষক সমিতি এবং বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা বুধবার বিকালে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, রাজারামপুর বশিরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ উল্ল্যাহ। বিদায়ী অতিথি ও অন্যান্য অতিথিদের মাদ্রাসা-স্কুল শিক্ষক সমিতি ও বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও স্কার্প পরিধান করানো হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, আবু তাহের সেলিম এর সঞ্চালনায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন -বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এ সময় আরও বক্তব্য রাখেন – উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আয়োজিত অনুষ্ঠানের সভাপতি, মোঃ মোস্তফা হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও সেনবাগ ফাযিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ, মাওলানা আমিরুজ্জামান মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির আহবায়ক এবং চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, মনিরুল ইসলাম, সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাহাতে জান্নাত কাজল,ওয়াজেদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, ইমাম উদ্দিন,জয় নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাও-হেদায়েত উল্যাহ আনোয়ার, নবীপুর ফয়েজিয়া দাখিল মাদ্রাসার সুপার, ইয়াসিন করিম,শিক্ষক সমিতির আহবায়ক কমিটির সদস্য, এবি ছিদ্দিক এবং বাংলাদেশ স্কাউটস,সেনবাগ উপজেলা শাখার পক্ষ থেকে স্কাউটস কমিশনার এ এন এম শহিদ উল্যাহ সহ প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান – সহকারী প্রধান এবং স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।