আজ, রবিবার


১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

যমুনার তীরে বৃষ্টি উপেক্ষা করে নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ভিড়

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
যমুনার তীরে বৃষ্টি উপেক্ষা করে নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ভিড়
সংবাদটি শেয়ার করুন....
আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ :
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। বেলকুচি উপজেলার পৌর এলাকা মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া যমুনা নদীর তীরে এ খেলার আয়োজন করা হয়।
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর তীরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৪ টায় ক্ষিদ্রমাটিয়া মুকুন্দগাতী গ্রামবাসীর উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গত দুইদিনে এতে জেলার বিভিন্ন স্থান থেকে বাহারি রঙের প্রায় ২২ জোড়া  নৌকা অংশ নেয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী ও পুরুষ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকা বাইচ উপলক্ষে এলাকায় বসেছে মেলা। মেলায় দোকানদাররা বাহারী ধরনের পসরা সাজিয়ে বসেছে। যমুনা নদীর দুই তীরের দুপুরের পর থেকেই মানুষের ভিড়। বিকেল চারটায় শুরু হয় নৌকা বাইচ। বৈঠার সলাৎ সলাৎ শব্দ আর বাদ্য যন্ত্রের তালে তালে জারি আর সারি গান গেয়ে মাঝি মাল্লারা প্রতিযোগিতায় অংশ নেন। হাজারো মানুষ নদীতে ট্রলার নিয়ে এবং দুই তীরে দাঁড়িয়ে নেচে গেয়ে উল্লাস করে প্রতিযোগিদের উৎসাহ দেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নৌকাগুলোর মধ্যে  প্রথম হয়েছে বেলকুচির সোনার তরী,দ্বিতীয় হয়েছে রুপনাইর সাততারা, তৃতীয় হয়েছে  প্রথমআলো ক্ষিদ্র মাটিয়া।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকার অ্যাসো‌সিয়েশনের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি থানার সার্কেল অফিসার রাফিউর রহমান, বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান,ঢাকা ব্যাংক লিমিটেড বেলকুচি শাখার মনির হোসেনসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নৌকাকে মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারী নৌকাকে ফ্রিজ প্রদান করা হয়। তৃতীয় স্থান অধিকারী কে‌ এলইডি টিভি প্রধান করেন। এছাড়া বাকি অংশগ্রহণকারী প্রত্যেক দলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।g
Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com