
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগের আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজন কমিউনিটি সেন্টারের হল রুমে বৃহস্পতিবার দুপুরে সাম্প্রতিক সময়ে বন্যায় নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আবদুল হালিম এর সঞ্চালনায় এবং আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনবাগ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কামরুল ইসলাম, সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খোন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেনবাগ শিক্ষার্থী প্রতিনিধি কামরুজ্জামান, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সাংবাদিক ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, ছাত্র শিবির সেনবাগ সদর সাথী শাখার সভাপতি আবু বকর ছিদ্দিক সুজন, আমাদের সেনবাগ প্লাটফর্ম এর এডমিন জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবী মোজাম্মেল হক, আবদুল্লাহ আল মাসুদ, মুসলিম ইউথ সদস্য জিয়াউল হক জাভেদ সহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে আমন্ত্রিত অতিথিবৃন্দ সাম্প্রতিক সময়ে সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।
অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে