আজ, বুধবার


১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সেনবাগ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত 

রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
সেনবাগ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত 
সংবাদটি শেয়ার করুন....
মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ” শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। উপজেলা পরিষদের হল রুমে শনিবার দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের সেলিম এর সঞ্চালনায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান, কুতুবেরহাট তোফায়েল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বাবু সহ প্রমুখ। আলোচনা অংশ নিয়ে বক্তারা শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষায় এ দিবসটির গুরুত্ব তুলে ধরেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড পরিবর্তন ও মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের চাকরি দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। শিক্ষা ক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূর করনের জন্য সরকারের নিকট উদাত্ত আহ্বান ও এ সময় জানানো হয়। আয়োজিত আলোচনা সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার বহু শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ৬:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com