নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন। পরে আদালত তার পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন। গতকাল ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।
Posted ৬:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta