নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ মো. শহিদ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম উল হক এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফের বাসিন্দা শহিদ দীর্ঘদিন যাবৎ মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র এনে স্থানীয় ডাকাত দলকে সরবরাহ করে আসছিলেন। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাংয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি জি-থ্রি রাইফেল, ৮ রাউন্ড তাজা গুলি, একটি দেশীয় চাপাতি।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta