মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সেনবাগে বৈষম্য বিরোধী মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে ১১ ঘটিকার সময় উপজেলা চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন,সেনবাগ ফাযিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান, চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ পুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি আবু তাহের সেলিম সহ প্রমুখ। বক্তব্যকালে শিক্ষক নের্তৃবৃন্দ সরকারী শিক্ষকদের তুলনায় বেসরকারী শিক্ষক সমাজ একই কারিকুলাম ও নিয়মনীতি অনুসরণ করে ও বিভিন্ন ভাবে দীর্ঘদিন যাবত বৈষম্যের স্বীকার হয়ে আসছেন, ৯৭ ভাগ বেসরকারি প্রতিষ্ঠান এখানে ৫ লাখের বেশি শিক্ষক কর্মচারী তাদের এ বৈষম্য দীর্ঘদিনের এসব সমস্যা আশু সমাধান সহ শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ সময় উপজেলা মাধমিক পর্যায়ের এমপিওভূক্ত শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়াগুলো সহ জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারী হাইস্কুলের শিক্ষকদের শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে পদায়ন বন্ধ রাখার কথা শিক্ষক নেতৃবৃন্দ সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ কে অবগত করেন। বৈষম্য বিরোধী মাধ্যমিক শিক্ষক ও মাদ্রাসা শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ মাধ্যমিক শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ শিক্ষার গুণগত পরিবর্তনে সারা দেশের সাথে একযোগে সেনবাগ উপজেলায়ও এ মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিকট তুলে ধরেন। আয়োজিত মানববন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণ সহ বহু শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।