মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় মায়া প্রাইভেট হাসপাতালের কর্ণধার আলা উদ্দিন আলো কর্তৃক স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশ গ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় মায়া প্রাইভেট হাসপাতালের সভা কক্ষে সাংবাদিক জিয়া উদ্দিনের পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা শাখার নায়েবে আমীর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এয়াছিন মিয়াজী,উপজেলা জামায়াতে ইসলামীর সুরাহ পরিষদের সদস্য মাওলানা কেফায়েত উল্যাহ।
এ সময় বক্তব্য রাখেন, সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ফখরুদ্দীন মোবারক শাহ রিপন, সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল হক,সেনবাগ প্রেসক্লাবের প্রচার সম্পাদক নুর হোসেন সুমন সহ প্রমুখ।
আয়োজিত মতবিনিময় সভায় সেনবাগ উপজেলায় কর্মরত সাংবাদিকগণ তরুণ সমাজ সেবক আলা উদ্দিন আলোর সাম্প্রতিক সময়ে সেনবাগে স্মরণ কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান-সাহায্য সহ ইতিপূর্বেও আত্মমানবতার সেবায় তার উল্লেখযোগ্য কার্যক্রম গুলো তুলে ধরে বক্তব্য রাখেন।