আজ, Sunday


৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নুরের উপর হামলা ও লক্ষীপদ দাসের জামিনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ

শনিবার, ৩০ আগস্ট ২০২৫
নুরের উপর হামলা ও লক্ষীপদ দাসের জামিনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

মো: রমজান আলী (বান্দরবান প্রতিনিধি) : ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হল নুরের উপর যৌথবাহিনী ও নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বান্দরবানে ‘মানববন্ধন ও বিক্ষোভ মিছিল’ করেছে বিপ্লবী ছাত্র জনতা, বান্দরবান। আজ (৩০ আগস্ট, ২০২৫) বিকেল ৩টায় বান্দরবান শহরের প্রেসক্লাব চত্বরে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি জনাব মিছবাহ উদ্দীন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি জনাব হাবিব আল মাহমুদ। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক জনাব মুফতী আবুল হাসান, এনসিপির সংগঠক তহীদুল ইসলাম মাসুম, ছাত্রশিবির নেতা সাইফুল ইসলাম জিহাদী এবং ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সহ প্রমুখ।

বক্তারা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর যৌথবাহিনী এবং নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে জামিন দেওয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, এই হামলা শুধু নুরের উপর নয় বরং জুলাই বিপ্লবের উপর। বিপ্লোত্তর আইনশৃঙ্খলা বাহিনীর এমন ন্যাক্কারজনক আচরণ আগামী দিনের জন্য অশনিসংকেত। তাছড়া এই হামলার দায় হাজারো শহিদের রক্তের উপর দাড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের এবং শহিদের রক্তের সাথে বেইমানী। বক্তারা  হামলাকারী এবং হামলার মদদদাতাদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন, কথিত জাতীয় পার্টি বিগত  আওয়ামীলীগের দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট রেজিমের অন্যতম সহযোগী। ভারত এবং হাসিনার মদদে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামীলীগ পুনর্বাসনের যে ঘৃণ্য ষড়যন্ত্র চলছে তা কোনোভাবেই এদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। এসময় বক্তারা আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি সহ ১৪দলকে নিষিদ্ধ করা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করার জোর দাবী জানান।

তাছাড়া বক্তারা, বান্দরবানে জুলাই আন্দোলনের হামলার নেতৃত্বদানকারী ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে উপযুক্ত প্রমাণ থাকা সত্বেও অন্যায়ভাবে জামিন দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। লক্ষীপদ দাসের নেতৃত্বে বান্দরবানে আন্দোলনকারীদের উপর হামলা হয়েছিলো। তারপরও সে কিভাবে জামিন পায় এবং ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, তা প্রশ্ন রাখেন। বান্দরবান সহ সারাদেশে আওয়ামীলীগের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। সরকার ও প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে থাকার কারণে এসব হচ্ছে বলে জানান। এসময় তারা জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতাদের গ্রেপ্তার করে বিচারের দাবী জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৭ অপরাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com