বান্দরবান প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানের লামা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ধরা পড়েছে আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিন (৫২) এবং তাঁর ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের আজিজনগর ইউনিয়ন শাখা সভাপতি হাসান নিহাল (৩০)।
শনিবার (১৬ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে আজিজনগর ক্যাম্প ইনচার্জ এসআই আহেমদ মোরশেদের নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অবস্থানরত মো. জসিম উদ্দিন ও ছেলে হাসান নিহালকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় জসিম উদ্দিন চেয়ারম্যান থাকা অবস্থায় একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ও তাঁর ছেলে আধিপত্য বিস্তার করে নারী নির্যাতন, বিভিন্ন মানুষকে মারধর ও ভয় দেখিয়ে স্থানীয়দের আতঙ্কিত করে রেখেছিলেন।
লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, জসিম উদ্দিন ও হাসান নিহালের বিরুদ্ধে বান্দরবান সদর থানা ও লামা থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta