আজ, Wednesday


৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সরাইলে ২৪ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে ৪ গ্রামের মানুষ

বুধবার, ০৬ আগস্ট ২০২৫
সরাইলে ২৪ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে ৪ গ্রামের মানুষ
সংবাদটি শেয়ার করুন....

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সূর্যকান্দি(কলেজ রোড)-আঁখিতারা পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের বেহাল দশা। প্রায় দুই যুগ ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি জনগুরুত্বপুর্ণ এই সড়কটি। এতে বিপাকে পড়েছে সূর্যকান্দি,জাহাঙ্গীরপাড়া, নোয়াগাঁও ও আঁখিতারা গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। জীবিকা নির্বাহের তাগিদে প্রতিনিয়ত কৃষিপণ্য আনা-নেওয়াসহ নিত্য প্রয়োজনীয় কাজে এই সড়ক দিয়েই সরাইল বাজারে যাতায়াত করতে হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও বয়োবৃদ্ধাসহ সকল শ্রেণির পেশার মানুষের যাতায়াত করেন। সড়ক দিয়ে অটোরিক্সা, বাইক, মাইক্রোবাস চলাচলে ভোগান্তি পোহাতে হয়। সড়কটি কার্পেটিং,পাথর,সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে কোনো কোনো জায়গায় হাঁটু পানি দীর্ঘদিন সংস্কার না করার কারণে সড়কটি এখন মাটির সড়কে পরিণত হয়েছে। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা এই সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায় দুঘর্টনা ঘটছে। আঁখিতারা গ্রামের ব্যবসায়ী আতাউর রহমান বলেন, সড়কটি বেহালের কারণে নিজ গ্রামে অটোরিকশা,বাইক, মাইক্রোবাসসহ কোনো প্রকার যানবাহন আসতে চায় না। জীবিকা নির্বাহের তাগিদে নিত্য প্রয়োজনীয় কাজে এই সড়ক দিয়ে সরাইল বাজারে যাতায়াত করেন। প্রায় রিকশা ও গাড়ি গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে। অটোরিকশা চালক সিরাজ মিয়া বলেন, এই সড়ক দিয়ে যানবাহন চালাতে খুবই ভয় করে। সড়কের এই বেহাল দশার কারণে গাড়ির যন্ত্রাংশ ভেঙে পড়ছে। তা আবার মেরামত করতে অতিরিক্ত টাকা গুনতে হয়। গাড়ির চাকা গর্তে আটকে যায়। একদিন গাড়ি চালালে পরদিন আর চালাতে ইচ্ছা করে না। আঁখিতারা গ্রামের কৃষক আলী মিয়া বলেন, অসুস্থ রোগী দ্রুত হাসপাতালে নিয়ে যেতে তাদের চরম ভোগান্তিতে পরতে হয়। সড়কটি খারাপের কারণে কোনো গাড়ী পাওয়া যায় না। আধা ঘণ্টার দূরত্বের পথ ১ ঘণ্টা লাগে। এছাড়াও সড়ক খারাপের কারণে চাষাবাদের সময় সার, ধান,আলু বীজসহ যে কোনো কৃষি উপকরণ আনা-নেয়ার ক্ষেত্রেও অধিক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অটোরিকশার যাত্রীরা চলাচল করতে গিয়ে গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আমাদের এই দুর্ভোগ কেউ দেখে না। সূর্যকান্দি গ্রামের ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, প্রায় দুই যুগ ধরে সড়কটি বেহাল অবস্থ। এই সড়কে ৩-৪টি ব্রিজ ঝুকিপূর্ণ। যে কোনো সময় ভেঙ্গে যেতে পারে। কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ ছায়েদ হোসেন বলেন, দিন যতই যাচ্ছে সড়কের বেহাল অবস্থাও বাড়ছে। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষা,স্বাস্থ্যসহ সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত। সড়কটি সংস্কার করার দরকার। সরাইল উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঁইয়া বলেন, সূর্যকান্দি-নোয়াগাঁও এলাকার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সড়কের প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সড়কের সংস্কার কাজ শুরু হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:১১ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com