
মোঃ মনোয়ারুল হক: নোয়াখালী জেলার সেনবাগের দক্ষিণ অঞ্চলের সেবারহাট থেকে নবীপুর বাজার পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি যাতায়াতকারীদের জন্য এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে ৭, ৮ ও ৯ নম্বর ইউনিয়নের বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছে। সেবারহাট একটি বড় বাজার তাই বিভিন্ন অনুষ্ঠান সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বাজার সদাইয়ের জন্য এবং ঢাকা ও চট্টগ্রাম যাওয়ার জন্য ঐ এলাকার মানুষদের এই রাস্তাই ব্যবহার করতে হয়।কিন্তু বেহাল এই সড়ক দিয়ে স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত তাদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদায় পরিণত হয়, ফলে গাড়ি চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি রোগী পরিবহন ও ফসল আনা-নেওয়া পর্যন্ত ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এবং সচেতন মহল বলছে বর্ষা মৌসুমের শুরুতেই রাস্তাটি দিয়ে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে সামনে পুরো বর্ষার সময় নিদারুণ কষ্ট পোহানোর আগেই যাতে স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় সরকার এবং সড়ক বিভাগ সড়কটির প্রয়োজনীয় মেরামতের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।