আজ, Monday


৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সাংবাদিকদের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার জিডি প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার জিডি প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপা উপজেলার দায়িত্বশীল তিনজন সাংবাদিকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন কর্তৃক গলাচিপা থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে গলাচিপা প্রেসক্লাব এবং গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম।

শনিবার (৩ জানুয়ারি) পৃথক বিবৃতিতে সংগঠন দুটি জানায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) একাত্তর টেলিভিশন ও কালবেলার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাকিব হাসান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও সময়ের কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি আরেফিন লিমন এবং দৈনিক গণবার্তার উপজেলা প্রতিনিধি মহসিন হোসেন জয়ের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডিতে সাংবাদিকদের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন ও জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের জিডি দায়ের সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী। গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক সাকিব হাসান স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, জিডিতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘চাঁদা দাবি’ ও ‘সরকারি কাজে বাধা প্রদান’-এর মতো গুরুতর অভিযোগ আনা হলেও এর পক্ষে কোনো গ্রহণযোগ্য কিংবা আইনসিদ্ধ প্রমাণ নেই। এসব অভিযোগের উদ্দেশ্য সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, মানসিক চাপ সৃষ্টি এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করা।

অন্যদিকে, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক সায়েম আহমেদ সোহেল ও সদস্য সচিব সাকিব হাসান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিডি দায়ের করা হয়েছে। এটি স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা দমনের একটি অশনিসংকেত।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো জিডি কখনোই অভিযোগ প্রমাণের দলিল নয়; এটি কেবল একটি অভিযোগের নথিমাত্র। অথচ সেটিকে সত্য হিসেবে উপস্থাপন করে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

দুই সংগঠনই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্তের দাবি জানিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগে দায়েরকৃত জিডি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো ধরনের হয়রানি বা বাধা সৃষ্টি না করা হয়।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, মিথ্যা অভিযোগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি বন্ধ না হলে গলাচিপা প্রেসক্লাব ও গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথভাবে আইনগত ও প্রাতিষ্ঠানিক সব ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে যে কোনো অন্যায় চাপ ও হুমকির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানানো হয়, বিবৃতির অনুলিপি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৬ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com