মোঃ নূরনবী : সাংবাদিকদের সাথে মতবিনি বিনিময় করে বরিশাল-৪ (হিজলা মেহেন্দিগঞ্জ) আসনের প্রার্থিতা ঘোষণা করলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ এম মাসুম। শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোয় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এই ঘোষনা দেন।
এ সময় তিনি বলেন আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চাচ্ছেন দুর্নীতি মুক্ত, ক্লিন ইমেজের নেতৃত্ব। চাঁদাবাজ, দখলবাজ, তিনি নেতৃত্ব দেবেন না। আপনারা জানেন আমাদের পরিবার ১৯৯০ সাল থেকে হিজলা- মেহেন্দিগঞ্জ- কাজিরহাট সুখে দুখে দুঃখে পাশে আছি, ভবিষ্যতেও থাকব। সবগুলো বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিবে। আমি আইনাঙ্গনে দলের জন্য সর্বোচ্চ দিতে পারব।
উল্লেখ্য ব্যারিস্টার এ এম মাসুম ও তার পরিবার হিজলা-মেহেন্দিগঞ্জ এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা প্রতিষ্ঠা, অসহায় দুঃস্থ গরিব মানুষের মাঝে দীর্ঘদিন গরু ছাগল, শীতবস্ত্র, মসজিদ, মাদ্রাসায় অনুদান দিয়ে আসছেন।
Posted ৭:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta