মহসিন হোসেন জয় : পটুয়াখালীর গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ সোহেল প্যাদা (২৫) নামে এক যুবকের লাশ খালের কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে পাঙ্গাসিয়া খালের কচুরিপানার মধ্যে সোহেলের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবার দিলে ঘটনাস্থলে পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোহেল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারকালে খালের এক পাশের শুকনো জায়গায় তার মাছ ধরার উপকরণও পাওয়া গেছে। সোহেল পেশায় দিনমজুর হলেও প্রায়ই সময় খালে মাছ শিকার করতো।
সোহেলের স্ত্রী রুবিনা বলেন, মঙ্গলবার দুপুরে আমি বাবার বাড়ি গেলে স্বামী বাড়িতে একা ছিল। বুধবার সকালে আমি বাড়ি ফিরে এসে তাকে আর খুঁজে পাই নাই। তাদের আট বছরের সংসারে সোহানা নামে একটি কন্যা সন্তান রয়েছে বলেও জানান। তওনি অভিযোগ করেন, সোমবার (২৫ আগস্ট) রাতে মাছ চুরি সন্দেহে স্থানীয় কালা মোতালেবের ছেলে মামুন মাতবর তার স্বামী সোহেলকে মারধর করে আহত করে। যা তার কাছে সন্দেহজনক মনে হয়।
সোহেলের মা ঝুমুর বেগম বলেন, নিখোঁজ হওয়ার পরে চারদিন ধরে খোঁজাখুঁজির এক পর্যায়ে থানায় জিডি করতে যায় আমার স্বামী। এসময় খবর পাই খালের পাড়ে মাছ ধরার উপকরণ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা। পরে খালের কচুরিপানা মধ্যে সোহেলের লাশ ভাসতে দেখেন তারা।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরাতহাল রিপোর্ট করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৯:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta