মহসিন হোসেন জয় : পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশন আয়োজিত জেলাব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৮টি উপজেলার ৫৪ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টায় উপজেলা অফিসার্স ক্লাবে ফাইনাল রাউন্ডের সূচনা হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা জিতেছেন কলাপাড়া উপজেলার হাজীবুন নুরানি হাফেজি মাদ্রাসার ছাত্র মো. সাইফুর রহমান। দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা জিতেছেন পটুয়াখালী সদর উপজেলার মো. মহিবুল্লাহ ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা জিতেন দশমিনা উপজেলার আব্দুল্লাহ হুসাইন সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামদানিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আবুল কাশেম সামদানী, এন জেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাইসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. মো. ইমাম সিকদার এবং সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সিকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মো. তাওহিদুল ইসলাম তানজিম ও জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মো. মাহামুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মো. ওবায়দুল্লাহ জামি।
প্রতিযোগিতার বিচারক ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা। এছাড়া আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও ওস্তাদ হাফেজ আবু জর গিফারী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা মোঃ খালেদ সাইফুল্লাহ মোবারক বিচারক হিসেবে অংশ নেন।
গত ০৭ আগস্ট রাঙ্গাবালী উপজেলায় অডিশনের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। জেলার ৮টি উপজেলায় প্রায় ছয় শতাধিক প্রতিযোগির মধ্যে থেকে ৫৪ জন বাছাই করা হয়। ফাইনাল রাউন্ডে ১০ জন প্রতিযোগিকে বাছাই করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য যথাক্রমে ৫০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা পুরস্কার রয়েছে।
এছাড়া চতুর্থ থেকে দশম পর্যন্ত প্রতিযোগিদের জন্য ৫,০০০ টাকা এবং ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বিচারদর সম্মাননা স্মারক দেয়া হয়। মাসব্যাপী জেলার আটটি উপজেলায় বাছাই পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। প্রতিযোগীদের সুরেলা কণ্ঠে পবিত্র কুরআনের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনটি শুধু পটুয়াখালী জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে বরিশাল বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
Posted ৯:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta