আজ, Tuesday


২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বাকেরগঞ্জে ইজিবাইকের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
বাকেরগঞ্জে ইজিবাইকের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ
সংবাদটি শেয়ার করুন....

মহিবুল ইসলাম সৌরভ : বাকেরগঞ্জ উপজেলা ও পৌরসভা এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচলে জনদুর্ভোগ চরমে উঠেছে। নিয়ম না মেনে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইজিবাইকগুলো শহরের মূল সড়কে প্রবেশ করায় প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

পূর্বে এসব যানবাহন শুধুমাত্র সাহেবগঞ্জ কলসকাঠি খেয়াঘাট থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ডিসি রোড, গারুড়িয়া, ভরপাশা, রঙ্গশ্রীসহ আশপাশের ইউনিয়ন থেকে আসা ইজিবাইকগুলো অনুমতি ছাড়াই সদর রোডসহ ব্যস্ততম এলাকায় ঢুকে পড়ছে। ফলে শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলছে।

এছাড়া, অতিরিক্ত ইজিবাইক চার্জ দেওয়ার কারণে স্থানীয়ভাবে বিদ্যুৎ ঘাটতির অভিযোগও পাওয়া যাচ্ছে। সন্ধ্যার পর থেকে অনেক এলাকায় বিদ্যুৎ ভোল্টেজ কমে যাচ্ছে, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে।

রাতের বেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করাও নতুন এক ভোগান্তির নাম। কোনো প্রকার নিয়ন্ত্রণ ছাড়াই চালকরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব ইজিবাইক যত্রতত্র পার্কিং করায় জনসাধারণের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। ফুটপাত, দোকানের সামনের রাস্তা এমনকি হাসপাতাল গেটের সামনেও ইজিবাইক ফেলে রাখা হচ্ছে, যা চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, ইজিবাইকের লাইসেন্স, রুট পারমিট ও নির্দিষ্ট চলাচল সীমারেখা নির্ধারণ করে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে, অন্ততপক্ষে ইউনিয়ন থেকে আগত ইজিবাইকগুলো যেন পৌর শহরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে জনস্বার্থে দ্রুত নির্দেশনা প্রদান করা জরুরি।

স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে, এই অনিয়ন্ত্রিত ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে না আনলে দুর্ঘটনা, বিদ্যুৎ সংকট ও জনজীবনের দুর্ভোগ আরও বাড়বে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com