মুলাদী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মুলাদী উপজেলা ও পৌরসভার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় মুলাদী শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে উপজেলা স্বেচছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিম প্রধান মনির আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক সরোয়ার ভূইয়া রুবেল, বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিজামুর রহমান নিজাম, সদস্য সচিব কামরুল আহসান, যুগ্ন-আহবায়ক এইচ এম আলআমিন, মাইনুল ইসলাম রুবেল, ১নং সদস্য আসাদুর রহমান রাজীব, সদস্য মেহেদী হাসান মৃদুল, আবু ইমরান, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি।
মুলাদী পৌরসভা স্বেচ্ছাসেবকদল আহবায়ক আফজাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব ইউনুস হাওলাদারের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ন-আহবায়ক নজরুল হাওলাদার, যুগ্ন-আহবায়ক সিহাব আহম্মেদ ইব্রাহীম, তারিকুল ইসলাম তারেক, লেলিন সরদার, কাজী শাহাবুউদ্দিন সাবু, জসিম তালুকদার, এ্যাড. মুজাম্মেল, পৌরসভা স্বেচ্ছাসেবকদল যুগ্ন-আহবায়ক মিরাজ মুন্সি, সেন্টু হাওলাদার, রাকিব হাওলাদার, মারুফ হোসেন শাওন, রাসেল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল ইসলাম সিকদার, পৌরসভা ছাত্রদল আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান হাওলাদার সহ ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবকদল একটি সু-সংগঠিত সংগঠন, আগামীতে ফরম বিতরনের মাধ্যমে স্বচ্ছতার সাথে একটি সুন্দর কমিটি উপহার দেয়া হবে।
Posted ৬:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta