আজ, Monday


১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

গলাচিপায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

সোমবার, ১১ আগস্ট ২০২৫
গলাচিপায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

মহসিন হোসেন জয় (গলাচিপা) পটুয়াখালী : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে আহত করার ঘটনায় এবং সারাদেশে চলমান সাংবাদিক নির্যাতন-নিপীড়ন ও হুমকির প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

সোমবার ১১ আগস্ট সকাল ৯টায় গলাচিপা থানার সামনে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিকের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন দেশে একজন সাংবাদিককে এভাবে হত্যা ও আরেকজনকে হত্যাচেষ্টায় আহত করা চরম উদ্বেগজনক ও লজ্জাজনক। বাংলাদেশের সংবিধান সাংবাদিকদের খবর সংগ্রহ, তথ্য প্রচার ও মত প্রকাশের অধিকার দিয়েছে। এই অধিকার কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় সংস্থা হুমকি দিয়ে কেড়ে নিতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নতুবা সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে।

এ সময় বক্তব্য দেন দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন, দৈনিক কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট, দৈনিক প্রতিদিনের কাগজ উপজেলা প্রতিনিধি ইশরাত হোসেন মাসুদ, দৈনিক আমাদের অর্থনীতি উপজেলা প্রতিনিধি মাসুদ রহমান, এশিয়ান টিভির পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি মো. জসিম উদ্দিন, ৭১ টিভির উপজেলা প্রতিনিধি সাকিব হাসান, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি মো. সোহেল আরমান, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি সোহাগ রহমান এবং দৈনিক স্বাধীনমত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. হাফিজ উল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন— দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি মো. কাওসার আহমেদ, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মো. মুনতাসীর মামুন, মাই টিভির উপজেলা প্রতিনিধি হাসান এলাহী, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি আহসান উদ্দিন জিকু, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি সাব্বির আহমেদ ইমন, চ্যানেল এস-এর মো. উজ্জ্বল মিয়া, দৈনিক মানবকণ্ঠের মো. আল মামুন, দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম মলি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ উপজেলা প্রতিনিধি আরেফিন লিমন, দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি মো. হাফিজ, দৈনিক গণকণ্ঠ উপজেলা প্রতিনিধি মিঠুন চন্দ্র পাল, দৈনিক মুক্ত খবর উপজেলা প্রতিনিধি মো. নেছার উদ্দিন, দৈনিক জনবানী উপজেলা প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদার, দৈনিক চিত্রের টিপু মৃধা, দৈনিক দেশ প্রতিদিন উপজেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক মাতৃজগত উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান, স্বদেশ বিচিত্রা উপজেলা প্রতিনিধি মো. হেলাল উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. জসিম উদ্দিন, দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. মোস্তফা কামাল খান, দৈনিক কাগজের ডাক উপজেলা প্রতিনিধি মো. বাপ্পি, দৈনিক মাতৃজগত প্রতিনিধি খন্দকার জলিল, দৈনিক মুক্তির লড়াই প্রতিনিধি আবু তালেব মোতাহার এবং দৈনিক নববানী উপজেলা প্রতিনিধি মো. ইলিয়াস হোসেনসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মীরা। মানববন্ধন শেষে মঙ্গলবার একদিনের কলম বিরতি কর্মসূচি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com