আজ, Wednesday


৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

গৌরনদীতে ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
গৌরনদীতে ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মারা গেছেন মিরাজ ফকির (৪৬) নামে এক বিএনপি নেতা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

মিরাজ ফকিরের মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও কর্মসূচিতে যোগ দিতে গিয়ে হিটস্ট্রোকে আরও অন্তত ১০ জন বিএনপি কর্মী-সমর্থক অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান জানান, “আমরা আগৈলঝাড়া থেকে ছোট ছোট যানবাহনে করে গৌরনদীর কর্মসূচিতে যাচ্ছিলাম। পথে বাকাল ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিরাজ ফকির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” মৃত মিরাজ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের অনুসারী ছিলেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনীম বলেন, “রোগীটি হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিলেন। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া আরও ১০ জন নারী ও পুরুষ হিটস্ট্রোকের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

জানা গেছে, গৌরনদী কলেজ মসজিদ মাঠে সকাল সাড়ে ১০টায় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দিবস উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপির একাংশের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com