চার দফা দাবি আদায়ে গত তিনদিন ধরে আন্দোলন চালিয়ে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার গণ অনশনে বসতে যাচ্ছেন।
শুক্রবার (১৬ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে কাকরাইল ট্রাফিক বক্সের সামনে
ফিন্যান্স বিভাগের অধ্যাপক মনজুর মোরশেদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। সকাল থেকে গণ অনশনে বসার কথা ছিলো। কোনো সিদ্ধান্ত না আসায় আমরা এখন থেকেই গণ অনশনের ঘোষণা দিচ্ছি। আমরা এখন থেকে অনশন শুরু করবো।
তিনি আরও বলেন, আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে কিছু গোষ্ঠী চক্রান্ত করছে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আন্দোলন করবো। এভাবেই আমরা সবাইকে দেখিয়ে দেবো কিভাবে শান্ত থেকে দাবি আদায় করতে হয়।
Posted ১:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ মে ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta