
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
বেশ কিছুদিন যাবত কনকনে শীতের চাদরে ঢেকে গেছে সারাদেশ।দেশের উত্তরাঞ্চলে নদী বেষ্টিত জেলা গাইবান্ধায় এবার শীতের তীব্রতা অনেক বেশী।
আর এই শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে বেড়েছে লেপ তোষকের চাহিদা।
ব্যস্ত সময় পার করছে গাইবান্ধার লেপ তোষকের দোকান গুলো। দম ফেলানোর সময় পাচ্ছে না লেপ তোষক তৈরির কারিগররাও।
লেপ তোষক তৈরির কারিগর সত্য রায় বলেন- তীব্র শীত পড়ায় বতর্মানে আমরা ব্যস্ত সময় পার করছি।সারাদিন ১০থেকে ১২ টা লেপ তেরি করি। আর প্রতি লেপের জন্য ১৫০ থেকে ২০০টাকা মজুরি পেয়ে থাকি।
গাইবান্ধার সুন্দরগঞ্জের হলমোড় বাজারের লেপ-তোশকের দোকান মালিক হরিপদ রায় (৫৮) জানান,আমি ছোট থেকেই এই ব্যবসা করে আসছি।আমাদের অগ্রাহায়ন, পৌষ, মাঘ এই তিন মাস বেচাকেনা একটু বেশি থাকে। গত বছরের তুলনায় এ বছর ক্রেতার সংখ্যা অনেকটা বেশি মনে হয়। তুলা ও কাপড়ের উপর ভিত্তি করে প্রতিটি লেপ ১হাজার থেকে শুরু করে ২হাজার পযর্ন্ত এবং জার্জিম ২হাজার৫’শ থেকে ৪হাজার টাকায় বিক্রি করছি।