নিজস্ব প্রতিবেদক :
বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন আজ ২৭ মার্চ বোয়াও ফোরাম এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে তারা আঞ্চলিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশে জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
উভয় নেতা শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ ও বোয়াও ফোরামের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৮:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta