স্টাফ রিপোর্টার : দেশের নানা সংকটে কখনো দেশ ছেড়ে যাইনি, আগামীতেও যাবো না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশের নানা সংকটের সময়েও কখনও দেশ থেকে তিনি পালিয়ে যাননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘আগামীতেও আমি এই দেশেই থাকবো। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ‘সেফ এক্সিট’ মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘কারা নিরাপদ প্রস্থান (সেফ এক্সিট) চাইছে, সেটা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহায়তা দেয়া হবে। রিজওয়ানা বলেন, ‘কোন দল নির্বাচনে অংশ নেবে, তা নির্ভর করবে তাদের আইনি জটিলতা ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। প্রসঙ্গত, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং নিজেদের নিরাপদ প্রস্থানের (সেফ এক্সিট) পরিকল্পনা করছেন।
Posted ১০:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta