মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা সংবাদদাতা:
সেনবাগের ২ নং কেশারপাড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকালে কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ নং কেশারপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার সানজিদ কামাল এর সঞ্চালনায় এবং সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক বিরোধী দলীয় চীপ হুইপ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। এ সময় নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিন উল্যাহ বিএসসি,১ নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ২ নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, পৌর সভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল , ৩ নং ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সুফিয়া আক্তার মনি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা,বিএনপি নেতা ইউছুপ মজুমদার সহ এ সময় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। দেশ ও জাতির মঙ্গল কামনা করে ইফতারের পূর্বাহ্নে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- কানকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি গোলাম রব্বানী।
Posted ৪:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta