মোঃ ফজলুল হক, স্টাফ রিপোর্টার:
৭ জানুয়ারী মঙ্গলবার জামালপুরের দেওয়ানগঞ্জে কর্মসংস্হান ব্যাংকের উদ্যোগে ২ শত শীতার্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারী মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাছরিন জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় প্রধান মুহাম্মদ মাসুদুর রহমান, উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ রশিদ সাদা, যুগ্ম আহবায় বাবু শ্যামল চন্দ, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও সাংবাদিক খাদেমুল ইসলাম (অলিদ), সভাপতি দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব পৌর যুবদল সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান সঞ্চয় সহ অন্যান্য। আয়োজক সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌরসভা সহ উপজেলার ৮ ইউনিয়নের ২ শতাধিক দু:স্থ্য নারী পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রচন্ড শীতে শীত বস্ত্র পেয়ে সবাই খুশি।
Posted ৫:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta