নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- এগারসিন্দুর ইউনিয়নের চরখামা এলাকার হোটেল ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে পলাশ (১৮) ও একই গ্রামের প্রবাসী আসাদ মিয়ার ছেলে রিয়াদ (২০)। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন। তিনি জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ইতোমধ্যে নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta