আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জ-৪ আসন পোস্টারে বঙ্গবন্ধুর ছবি, ব্যারিস্টার সুমনকে তলব

মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪
হবিগঞ্জ-৪ আসন পোস্টারে বঙ্গবন্ধুর ছবি, ব্যারিস্টার সুমনকে তলব
সংবাদটি শেয়ার করুন....
প্রতিনিধি, হবিগঞ্জ
নির্বাচনি পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। গত রোববার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ আদালতে জ্যেষ্ঠ সহকারী জজ সবুজ পাল নোটিশ পষ্ঠান বলে জানান ওই আদালতের বেঞ্চ সহকারী শরীফ খন্দকার রুবেল। ওই নোটিশে বলা হয়, আব্দুল হাই প্রিন্স নামে এক ব্যক্তি নিজেকে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থক দাবিকরে অভিযোগ দিয়েছেন। এতে নমুনা হিসেবে ওই পোস্টার সংযুক্ত রয়েছে। নমুনা পোস্টার পর্যালোচনা করে প্রতীয়মান হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ৭ মোতাবেক প্রার্থীর ব্যানার ও পোস্টারে নিজের ছবি, প্রতীক ও দলীয় প্রার্থী হলে একই সঙ্গে দল প্রদানের ছবির বাইরে আরও কারো ছবি ব্যবহার করা যাবেনা। সেখানে আরও বলা হয়, আপনি পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে উল্লিখিত বিধি লঙ্ঘন করেছেন। ফলে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আজ মঙ্গলবার নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি। চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এ আসলে আসনে নৌকার প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
Facebook Comments Box
advertisement

Posted ৫:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com