নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার হোমনায় তিনজনকে মাথায় আঘাত করে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। (৪ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন- বড় ঘাগুটিয়া গ্রামের ভুঁইয়া বাড়ির শাহপরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তার ছেলে সাহাব উদ্দিন (৯) এবং শাহপরানের মামাতো বোনের মেয়ে তিশা আক্তার (১৪)।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও প্রতিবেশী মামাতো বোনের মেয়ে তিশা এক ঘরে ঘুমিয়েছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাথায় আঘাত করে ও গলায় ওড়না পেঁচিয়ে তাদের হত্যা করে মরদেহগুলো খাটের ওপর ফেলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তিনজনের মরদেহ একই ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
Posted ৬:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta