আজ, বৃহস্পতিবার


১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরূপকাঠিতে ৬ আগষ্ট থেকে অফিসে আসেননা পল্লী বিদ্যুৎ অফিসের ডি,জি,এম

শনিবার, ১৭ আগস্ট ২০২৪
স্বরূপকাঠিতে ৬ আগষ্ট থেকে অফিসে আসেননা পল্লী বিদ্যুৎ অফিসের ডি,জি,এম
সংবাদটি শেয়ার করুন....
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি:
জনরোষের ভয়ে গত ৫ আগষ্ট থেকে অফিসে আসেনা নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের কৌড়িখাড়া জোনাল অফিসের ডিজিএম ওহিদুজ্জামান। সাধারন গ্রাহকদের সাথে র্দুব্যবহার, স্বজনপ্রীতি ,দুর্নীতি জনিত কারনে বিগত সরকার পতত্যাগের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। তবে, জোনাল অফিসের এজিএম চন্দ্র শেখর গাইন বলেছেন হয়তো অসুস্থতার কারনে তিনি অফিসে আসেননা। তবে কবে নাগাদ তিনি অফিসে আসতে পারবেন তাও তিনি বলতে পারছেননা।
স্বরূপকাঠি পল্লী বিদ্যুৎ অফিসের সন্ধ্যা নদীর পূর্ব পাড়ের ইঞ্জিনিয়ার মো: হুমাউন কবির বলেন, আমাদের ডি,জি,এম সাহেব অফিসের সবার সাথে তুই তোকারি ব্যবহার সহ কারনে অকারনে সর্বদা চড়ে বসতেন। কথায় কথায় চাকরি খাওয়ার হুমকি দিতেন। তিনি কেবল আমাদের সাথেই নয়,পাবলিকের সাথে র্দুব্যবহার করতেন। গত ৫ আগষ্ট সরকার পতনের পর তার মৌকিক ব্যবহারে লাঞ্চিত হওয়া কিছু লোক অফিসে এসেছিলেন। তার পর থেকে তিনি আর অফিসে আসেননা। তিনি মুলত আওয়ামিলীগের কিছু শীর্ষ স্থানীয়দের নাম ব্যবহার সর্বদা শক্তি দেখাতেন। যে কারনে সবাই অসহায় ছিলেন।
স্বরূপকাঠি পল্লী বিদ্যুতের কৌড়িখাড়া জোনাল অফিসের এ,জি,এম মো: রাসেল জানান, অফিসের ডি,জি,এম ওহিদুজ্জামান খুবই রাগন্মিত লোক। তিনি মুলত অফিসের তার অধস্থন কারো সাথে ভাল ব্যবহার করতেননা। পাবলিকের সাথেও তার রিলেশন ভাল নয়। গত ৫ আগষ্ট থেকে তিনি অফিসে আসেননা। শুনছি তিনি নাকি অসুস্থতার কারন দেখিয়ে ছুটি নিয়েছেন। কবে অফিসে আসবেন তা জানা নেই।
অফিস সূত্রে জানা গেছে, আনুমানিক তিন বছর পূর্বে নেছারাবাদ কৌড়িখাড়া জোনাল অফিসে ডি,জি,এম হিসিবে যোগদান করেন ওহিদুজ্জামান। কর্মস্থলে যোগদানের পর থেকে নানা অনিয়ম,ক্ষমতাসিনদের সাথে সখ্যতা,অফিস ষ্টাফদের সাথে র্দুব্যবহার করে খেয়াল খুশি মতো।ডিজিএম সাহেবের মোবাইল বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Facebook Comments Box
advertisement

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com